নলছিটিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন                            
                            
                                
                                    
									
									-    
																	
																প্রতিনিধি								   
										
									
									
								 
                                   
								   
								   -   
								   আপডেট সময়: 
০২:১৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
										   
                                   
 
								   
							 
								   										-     39   
 
										
							 
                                
                             
                             
                            
                                
								
								 
                             
			
								
							
                            
                           
                           
                              
খান বশির বিডি ক্রাইম
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয়ভাবে ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির নলছিটি সরকারি ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কলেজ শাখা ছাত্রদল।
সোমবার (২৩ জুন) সকালে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাঈম আহাম্মেদ হিমেল। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা রাকিব আহম্মেদ, রাতুল গাজীসহ কলেজের বিভিন্ন বর্ষের সাধারণ শিক্ষার্থীরা।
কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি মিলিয়ে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজ পরিবেশ গঠনের লক্ষ্যে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা।
ছাত্রদল নেতা নাঈম আহাম্মেদ হিমেল বলেন, “পরিবেশ বিপর্যয় প্রতিরোধে এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি এবং আগামী দিনগুলোতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “শুধু বৃক্ষরোপণ নয়, আমরা গাছগুলোর রক্ষণাবেক্ষণের দিকেও নজর রাখব, যেন সেগুলো সুস্থভাবে বেড়ে উঠতে পারে। দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই ছাত্রদলের পক্ষ থেকে এমন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।”
এসময় উপস্থিত শিক্ষার্থীরাও পরিবেশ রক্ষায় এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।