নলছিটিতে বিদ্যুৎ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের শান্তিপূর্ণ সমঝোতায় সমাধান, ক্ষতিপূরণের আশ্বাস
-
প্রতিনিধি
-
আপডেট সময়:
০৪:১৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- 53

খান বশির
ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের মালোয়ার এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের ট্রান্সফরমারে গুইসাপ ঢুকে পড়ার কারণে ঘটে যাওয়া দুর্ঘটনায় মিটারসহ ঘরের বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রাংশ পুড়ে ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় স্থানীয়দের ক্ষোভের মুখে অবশেষে বিদ্যুৎ বিভাগ (ওজোপাডিকো) ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর মধ্যে শান্তিপূর্ণ সমঝোতা হয়েছে।
জানা গেছে, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা পাঁচ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে ছিল দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিপূরণ প্রদান এবং দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। আজ শুক্রবার (১ আগস্ট) বিকেলের মধ্যেই সকল ঘরে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে বলে ওজোপাডিকো নলছিটির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এছাড়াও বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি ক্ষতিগ্রস্ত ঘরের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে এবং যথাসম্ভব ক্ষতিপূরণের চেষ্টা চালানো হবে। সেই সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, যাতে কোনো দায়িত্ব অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
ওজোপাডিকো নলছিটির আবাসিক প্রকৌশলী মো. সোহেল রানা বলেন, “আমরা এই দুর্ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং স্থানীয়দের দাবিগুলোর দ্রুত বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”
ঘটনাটির শান্তিপূর্ণ সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আব্দুস সালাম। তার তত্ত্বাবধানে আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব তৌহিদ আলম মান্না, সদস্য সচিব জনাব সাইদুল কবির রানা, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী এবং ছাত্রদল নেতা সাব্বির আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়দের দাবি মেনে দ্রুত পদক্ষেপ নেওয়ায় এলাকার সাধারণ জনগণ স্বস্তি প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।