নলছিটিতে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উদযাপন
-
প্রতিনিধি
-
আপডেট সময়:
০৪:২৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- 49

খান বশির
ঝালকাঠির নলছিটিতে দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে পৌর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল ও সহ-সংগঠনিক সম্পাদক জনাব মাহবুবুল হক নান্নু। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সরদার এনামুল হক এলিন, গোলাম মোস্তফা সালু, অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন, মোহাম্মদ রবিউল ইসলাম তুহিন, মো. আজাদুর রহমান খান এবং জিয়াউল কবির মিঠু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল। সঞ্চালনা করেন তৌহিদ আলম মান্না ও সাইদুল কবির রানা।
বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং দেশ ও মানুষের জন্য তার অবদান তুলে ধরেন। তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়া আজও আপসহীন প্রতীক।” নেতৃবৃন্দ তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দলীয় নেতাকর্মীদের তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে আহ্বান জানান।