নলছিটিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন                            
                            
                                
                                    
									
									-    
																	
																প্রতিনিধি								   
										
									
									
								 
                                   
								   
								   -   
								   আপডেট সময়: 
০৫:৫৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
										   
                                   
 
								   
							 
								   										-     44   
 
										
							 
                                
                             
                             
                            
                                
								
								 
                             
			
								
							
                            
                           
                           
                              
 
খান বশির
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন শুরু হয়েছে। ১৮ আগস্ট থেকে শুরু হওয়া এ সপ্তাহ চলবে আগামী ২৪ আগস্ট পর্যন্ত। সপ্তাহব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফারহানা ইয়াসমিন। তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মাছের উৎপাদন বাড়াতে হবে। এজন্য নদী, খাল ও জলাশয়ে অভয়াশ্রম গড়ে তোলা অত্যন্ত জরুরি। মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব নুসরাত জাহান। তিনি বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী দেশি মাছ আজ বিলুপ্তির পথে। সরকার মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছে। প্রতিটি মানুষের উচিত নিজ বাড়িতে পুকুর বা জলাশয়ে মাছ চাষে উদ্যোগী হওয়া।
আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাঅ সাধারণ জেলেরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশি মাছ সংরক্ষণে জনসচেতনতা তৈরি করা এখন সময়ের দাবি। এসময় জাতীয় মৎস্য সপ্তাহের তাৎপর্য তুলে ধরা হয় এবং মৎস্য খাতে সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের উপর আলোকপাত করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত ও গীতা পাঠ পরিবেশনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপস্থিত অতিথিরা জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে,
উপজেলা চত্বরের সামনের পুকুরে মাছ ছেড়ে উদ্বোধনী ঘোষণা দেন।
উল্লেখ্য, এ বছর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নলছিটি উপজেলায় নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, চাষিদের প্রশিক্ষণ প্রদান, পোস্টার-ব্যানার বিতরণ এবং অভয়াশ্রম সংরক্ষণে সচেতনতামূলক কার্যক্রম।
জাতীয় মৎস্য সপ্তাহের মূল উদ্দেশ্য হলো দেশি প্রজাতির মাছ রক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মাঝে মাছ চাষে আগ্রহ সৃষ্টি করা। এ উদ্যোগ সফল হলে দেশি মাছের উৎপাদন বাড়বে, পুষ্টি ঘাটতি কমবে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।