০৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫

নলছিটিতে উদ্বোধনের আগেই ব্রিজের অ্যাপ্রোচ ধসে পড়ায় ক্ষোভএলাকাবাসীর

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০২:৫৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • 28

খান বশির 

ঝালকাঠির নলছিটিতে উদ্বোধনের আগেই ব্রিজের অ্যাপ্রোচ ধসে পড়েছে। দর্গাবাড়ি থেকে শিমুলতলা পর্যন্ত চলমান তিনটি ব্রিজের নির্মাণকাজ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, এসব ব্রিজের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং প্রকল্প বাস্তবায়নে গাফিলতি ও দুর্নীতি প্রকটভাবে দৃশ্যমান।

অভিযোগে জানা যায়, নলছিটি এলজিইডির প্রধান প্রকৌশলী ইকবাল কবিরের তত্ত্বাবধানে এই নির্মাণকাজ পরিচালিত হলেও যথাযথ মনিটরিং করা হচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগসাজশ করে কমিশন বাণিজ্যে জড়িয়ে পড়ার কারণে মানসম্মত কাজ নিশ্চিত হচ্ছে না। এর ফলে নতুন নির্মিত ব্রিজগুলো উদ্বোধনের আগেই নষ্ট হয়ে যাচ্ছে, যা জনগণের অর্থের অপচয় ছাড়াও এলাকাবাসীর দুর্ভোগ বাড়িয়ে তুলছে।

এলাকাবাসীরা জানান, বারবার অভিযোগ করেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাঁরা দাবি করেন, প্রতিদিন এসব ব্রিজ দিয়ে শত শত মানুষ যাতায়াত করেন। কিন্তু কাজের নিম্নমানের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সাধারণ মানুষ মনে করছেন, এভাবে দুর্নীতি চলতে থাকলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হবে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের নজরদারির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাঁরা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং টেকসই নির্মাণকাজ নিশ্চিত করার আহ্বান জানান।

সরকারের উন্নয়ন প্রকল্পে এমন নিম্নমানের কাজ বন্ধ না হলে দেশের উন্নয়ন কার্যক্রমের প্রতি মানুষের আস্থা কমে যাবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

বাকেরগঞ্জে ট্রাক, সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হাইওয়েতে অবৈধ পার্কিংকে দায়ী করছেন স্থানীয়রা

নলছিটিতে উদ্বোধনের আগেই ব্রিজের অ্যাপ্রোচ ধসে পড়ায় ক্ষোভএলাকাবাসীর

আপডেট সময়: ০২:৫৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

খান বশির 

ঝালকাঠির নলছিটিতে উদ্বোধনের আগেই ব্রিজের অ্যাপ্রোচ ধসে পড়েছে। দর্গাবাড়ি থেকে শিমুলতলা পর্যন্ত চলমান তিনটি ব্রিজের নির্মাণকাজ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, এসব ব্রিজের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং প্রকল্প বাস্তবায়নে গাফিলতি ও দুর্নীতি প্রকটভাবে দৃশ্যমান।

অভিযোগে জানা যায়, নলছিটি এলজিইডির প্রধান প্রকৌশলী ইকবাল কবিরের তত্ত্বাবধানে এই নির্মাণকাজ পরিচালিত হলেও যথাযথ মনিটরিং করা হচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগসাজশ করে কমিশন বাণিজ্যে জড়িয়ে পড়ার কারণে মানসম্মত কাজ নিশ্চিত হচ্ছে না। এর ফলে নতুন নির্মিত ব্রিজগুলো উদ্বোধনের আগেই নষ্ট হয়ে যাচ্ছে, যা জনগণের অর্থের অপচয় ছাড়াও এলাকাবাসীর দুর্ভোগ বাড়িয়ে তুলছে।

এলাকাবাসীরা জানান, বারবার অভিযোগ করেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাঁরা দাবি করেন, প্রতিদিন এসব ব্রিজ দিয়ে শত শত মানুষ যাতায়াত করেন। কিন্তু কাজের নিম্নমানের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সাধারণ মানুষ মনে করছেন, এভাবে দুর্নীতি চলতে থাকলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হবে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের নজরদারির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাঁরা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং টেকসই নির্মাণকাজ নিশ্চিত করার আহ্বান জানান।

সরকারের উন্নয়ন প্রকল্পে এমন নিম্নমানের কাজ বন্ধ না হলে দেশের উন্নয়ন কার্যক্রমের প্রতি মানুষের আস্থা কমে যাবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।